ইসরায়েলের লাগাতার হামলায় সিরিয়া, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে নতুন করে বহু মানুষ নিহত হয়েছেন। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেইত জিন শহরে ইসরায়েলের আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৩ জন সিরীয় নাগরিক নিহত এবং আরও অনেকে আহত হন। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের ঢল নেমেছে এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে।
গাজার খান ইউনিসের নিকটবর্তী বানি সুহেইলা পৌরসভায় পরিচালিত আরেক ইসরায়েলি হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ইসরায়েলের আগ্রাসনে ৬৯ হাজার ৭৮৫ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৯৬৫ জন আহত হয়েছেন।
এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে রাতের অভিযানে ইসরায়েলি বাহিনী দুই অস্ত্রহীন ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে দেখা গেছে, যুবকরা আত্মসমর্পণের চেষ্টা করলেও ইসরায়েলি সেনারা খুব কাছ থেকে তাদের ওপর গুলি চালায়। স্থানীয়রা ঘটনাটিকে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দি করে গাজায় নেওয়ার পর থেকেই ইসরায়েলের সামরিক অভিযান ক্রমাগত বেড়েই চলছে।
সূত্র-আলজাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর