রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্য সহায়তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। শুক্রবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।
ডব্লিউএফপি জানায়, গত ২৫ নভেম্বরের অগ্নিকাণ্ডের পর আশ্রয়হীন পরিবারগুলো পার্শ্ববর্তী বিটিসিএল গার্লস হাই স্কুলে অবস্থান নেয়। সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সহযোগিতায় ১ হাজার ৯০০ পরিবারকে হাই এনার্জি বিস্কুট (এইচইবি) বিতরণ করা হয়েছে।
প্রতিটি পরিবার পাঁচ কেজি ওজনের একটি করে এইচইবি কার্টন পেয়েছে। রান্না বা পানির প্রয়োজন না হওয়ায় জরুরি পরিস্থিতিতে এই খাদ্যসামগ্রী অত্যন্ত কার্যকর। ভিটামিন, খনিজ, প্রোটিন ও কার্বোহাইড্রেটসমৃদ্ধ এই বিস্কুট আগামী কয়েক দিন ক্ষতিগ্রস্তদের পুষ্টি ঘাটতি পূরণে সহায়তা করবে বলে জানিয়েছে সংস্থাটি।
ডব্লিউএফপির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্ট বলেন, “আজকের বিতরণের পরও আমরা স্থানীয় প্রশাসন ও মানবিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় চালিয়ে যাব। প্রয়োজনে ডব্লিউএফপি অতিরিক্ত সহায়তা দিতেও প্রস্তুত।”
কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজারো পরিবার সর্বস্ব হারিয়ে কঠিন দুর্দশায় পড়লে তাদের মানবিক সহায়তায় দ্রুত এগিয়ে আসে জাতিসংঘের এই সংস্থাটি।
সাজু/নিএ
সর্বশেষ খবর