ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক প্রবাসীর বাড়িতে বিয়ের দাবি নিয়ে অনশনে বসেছেন চার সন্তানের জননী।
আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে থেকে ওই নারী উপজেলার এনায়েতপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে সৌদি আরব প্রবাসী মোজাম্মেল হকের বাড়িতে অবস্থান নেন। অবস্থানকারী নারী টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন।
এদিকে সম্প্রতি প্রবাস থেকে আসা মোজাম্মেল হক ঘটনা আন্দাজ করে গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয়রা জানান। মোজাম্মেল হকের বাড়িতে স্ত্রী সন্তান রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখাযায়, নারীর অনশনকে ঘিরে স্থানীয় উৎসুক জনতা ভীড় জমিয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী নারী জানান, ৬ বছর আগে ইমু অ্যাপের মাধ্যমে ভিডিও কলে তাদের পরিচয় হয়। প্রেমের এক পর্যায়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ঘটনায় তার স্বামী তাকে তালাক দিলে ঘাতক প্রেমিকের টাকায় টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করেন।
তিনি আরও জানান, মোজাম্মেল প্রবাস থেকে এসে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন সময় তার সাথে শারীরিক সম্পর্ক করলেও সময় ক্ষেপন করেও বিয়ে করেননি। অবশেষে বাধ্য হয়ে স্ত্রীর মর্যাদা পেতে তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। স্ত্রীর স্বীকৃতি না পেলে তিনি আত্নহত্যা করবেন বলে সাংবাদিকদের জানান।
তবে অভিযুক্ত ওই প্রবাসীর পরিবারের দাবি, ওই নারী সব মিথ্যা দাবি করে তাদেরকে হয়রানি করছেন। ইতিপূর্বে এমন আরও অনেককেই এ নারী ফাঁসিয়েছেন বলেও তারা অভিযোগ করেন।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর