বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকায় এসে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।
হাসপাতাল সূত্রে জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও তার উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে মেডিকেল বোর্ড আরও বিশেষজ্ঞ মতামতের প্রয়োজনীয়তা অনুভব করে। এর অংশ হিসেবে যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে চিকিৎসা প্রক্রিয়ায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি আরও জানান, এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড ইতোমধ্যে বিদেশি চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার তথ্য শেয়ার করেছে, যাতে তারা প্রাথমিক ধাপ থেকেই সমন্বিতভাবে সিদ্ধান্ত নিতে পারেন এবং খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা যায়।
সাজু/নিএ
সর্বশেষ খবর