রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইউক্রেন শান্তি চুক্তি সংক্রান্ত উচ্চস্তরের আলোচনা কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, মঙ্গলবার মোস্কোয়ায় পাঁচ ঘণ্টা চলা বৈঠক “অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক” ছিল, তবে কোনো “সমঝোতার বিকল্প” এখনও পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার এই বৈঠকে অংশ নেন। উশাকভ জানান, কিছু প্রস্তাব “গ্রহণযোগ্য”, তবে অন্য কিছু রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আলোচনার কাজ চলবে।
বৈঠকের মূল বিষয় ছিল ইউক্রেনের ভূ-রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে ন্যাটোয় যোগদানের আকাঙ্ক্ষা পরিত্যাগ ও দোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ সংক্রান্ত রাশিয়ার দাবি। ইউক্রেনীয় কর্মকর্তারা এই দাবিগুলো প্রত্যাখ্যান করেছে।
পুতিন পূর্বে ইউরোপের প্রতি সতর্ক করে বলেছেন, রাশিয়া যুদ্ধের পরিকল্পনা করছে না, তবে প্রয়োজন হলে প্রতিক্রিয়া জানাতে “প্রস্তুত”। তিনি ইউরোপীয় নেতাদের ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি ব্যাহত করার জন্য “অগ্রহণযোগ্য দাবি” তোলার অভিযোগ করেন।
একই সময়ে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বৈঠকের পর তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সুযোগ থাকলে উচ্চস্তরের আলোচনায় অংশ নেবেন।
নাটো এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মস্কো যুদ্ধ শেষ করার জন্য কোনো “গুরুত্বপূর্ণ ছাড়” দেওয়ার ইঙ্গিত দেখাচ্ছে না এবং রাশিয়া এখনো তার আঞ্চলিক দাবিগুলো বজায় রেখেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর