• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৭ দুপুর

উর্দুভাষীদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত যেন উচ্ছেদ করা না হয়

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বর্তমানে বিভিন্ন জেলায় উর্দুভাষীদের ক্যাম্প উচ্ছেদ, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও বিশুদ্ধ খাবার পানি বন্ধ করার বারবার চেষ্টা করছে যা স্ট্যাটাসকো এর সাংবিধানিক লংঘন স্বরূপ। উর্দুভাষীদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত যেন উচ্ছেদ করা না হয় এবং সরকারের দৃষ্টিগোচর করে জাতীয় প্রেসক্লাব ঢাকার আব্দুস সালাম হলে বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের বৃহৎ সংগঠন SPGRC বাংলাদেশ এর সংবাদ সম্মেলন করেন।

সাংবাদিক সম্মেলন হতে লিখিত বক্তব্যে এম. শওকত আলী বলেন, আগামী ফেব্রুয়ারী/২০২৬-এ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের মাধ্যমে সকল বৃহৎ রাজনৈতিক দলের নিকট আহবান জানাচ্ছি যে, তারা যেন তাদের নির্বাচনী ইশতেহারে উর্দুভাষীদের বিগত ৫৪ বৎসরর ঝুলন্ত মানবিক সমস্যাটি সমাধানের বিষয়টি অন্তর্ভুক্ত রাখবেন।

১৯৪৭ইং সনে ব্রিটিশ শাসিত ভারত উপমহাদেশে দ্বি-জাতির সৃষ্ট তত্ত্বের ভিত্তিতে উর্দুভাষী মুসলমানরা এদেশে চলে আসেন। তারা এদেশের নাগরিকত্ব গ্রহণ করে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য সহ নানা সামাজিক কর্মকান্ডে লিপ্ত থেকে সুখে-শান্তিতে বসবাস করে আসছিলেন । কিন্তু দুভাগ্যক্রমে পাকিস্তান শাষকগোষ্ঠির শোষন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ১৯৭১ইং সনে স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়। ভাষাগত মিল থাকার কারণে উর্দুভাষী জনগোষ্ঠিরা তৎসময়ে এদেশের মানুষের নিকট চক্ষুশূল হয়ে পড়ে এবং উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান থাকার করণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক এনজিও সংস্থা রেডক্রস (ICRC) বাংলাদেশের প্রত্যেক জেলায়-জেলায় ক্যাম্প স্থাপন করে উর্দুভাষীদেরকে একত্রিত করেন। তখন থেকে শুরু হয় উর্দুভাষীদের নিরাপত্তাহীন ও মানবেতর জীবনযাত্রা, যা অদ্যবধি বিরাজমান রয়েছে।

উর্দুভাষীদের প্রাণপ্রিয় নেতা এবং SPGRC এর প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব নাসিম খান-এই নিরীহ হতভাগা জাতির ভাগ্য উন্নয়নের জন্য তার জীবদ্দশায় তিনি অবিরাম আন্দোলনের মাধ্যমে দেশ-বিদেশে উর্দুভাষীদের সমস্যা তুলে ধরেছিলেন । তিনি ২০০৫ইং সনের ২৮শে আগষ্ট মৃত্যুবরণ পর আমরা SPGRC এর নেতৃবৃন্দরা উর্দুভাষীদের এই মানবিক সমস্যা সমাধানের জন্য আন্দোলনসহ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিগত সময়ে যে সরকারই ক্ষমতায় এসেছে আমরা তাদের নিকট আমাদের সমস্যাটি তুলে ধরেছি এবং বিনয়ের সাথে সমস্যাটি নিরসনের জন্য অনুরোধ করছি। বর্তমান অন্ত বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকটও এ বিষয়ে শতাধিক পত্র প্রেরণ করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কোন সুরাহা পাইনি ।

বর্তমানে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পসহ সারা বাংলাদেশে একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য প্রতিটি ক্যাম্পকে মাদকের আখড়ায় পরিণত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা এই সাংবাদিক সম্মেলন হাতে সকল আইন প্রয়োগকারী সংস্থার নিকট আকুল আহবান জানাচ্ছি যে, আপনারা ক্যাম্পকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য বিরতিহীনভাবে অভিযান পরিচালনা করছেন। আমরা ক্যাম্পবাসীদের জান-মালের নিরাপত্তার স্বার্থে আপনাদের

অভিযানকে আরও বেগবান করার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রিয় সাংবাদিক ভাই/বন্ধুরা, বর্তমানে বিভিন্ন জেলায় উর্দুভাষীদের ক্যাম্প উচ্ছেদ, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও বিশুদ্ধ খাবার পানি বন্ধ করার বারবার চেষ্টা করছে যা স্ট্যাটাসকো এর সাংবিধানিক লংঘন স্বরূপ । আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও ত্রান ও পূর্ণবাসন উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি যে, উর্দুভাষীদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সকল অবহেলিত মানুষগুলোকে উচ্ছেদ করা না হয়। আমরা সকল রাজনৈতিক দলগুলোর কাছে জানাচ্ছি যে, জাতীয় সংসদে উচ্চকক্ষ আসনের জন্য আমাদের ২ জন প্রতিনিধিকে রাখা হয় ।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]