ইসরায়েলের সঙ্গে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস—এ খবর জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। এতে নতুন কোনো রেকর্ডের আবেদন গ্রহণ বন্ধ হয়ে গেছে, যার মধ্যে ইসরায়েলের কিডনি দান কর্মসূচির একটি রেকর্ডও আটকে গেছে।
বুধবার চ্যানেল–১২ এক প্রতিবেদনে জানায়, “গিফট অব লাইফ” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ইসরায়েলে ২ হাজার স্বেচ্ছায় কিডনি দাতার রেকর্ডটি গিনেসে নিবন্ধনের চেষ্টা করেছিল। কিন্তু তারা জানায়, আবেদনটি “রাজনৈতিক কারণে” প্রত্যাখ্যাত হয়েছে।
সংগঠনটি জানায়, আবেদন ফি প্রদান ও জেরুজালেমে ২ হাজার দাতার একত্রে ছবি তোলার অনুষ্ঠান আয়োজন—সবই সম্পন্ন করার পর গিনেস থেকে একটি ইমেইল আসে। সেখানে লেখা ছিল: “আমরা বর্তমানে ইসরায়েল থেকে কোনো রেকর্ড আবেদন প্রক্রিয়া করছি না।”
সংগঠনটি এরপর বারবার গিনেসের কাছে সিদ্ধান্তের ব্যাখ্যা ও প্রত্যাহার চাইলেও কোনো উত্তর পায়নি বলে চ্যানেল–১২ জানায়।
সংস্থাটির প্রধান রাব্বি র্যাচেল হ্যাবার এই সিদ্ধান্তকে “অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার ওপর ইসরায়েলের দুই বছরব্যাপী সামরিক অভিযানের কারণে দেশটির বিরুদ্ধে একাডেমিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ক্রীড়া ক্ষেত্রে বর্জন ও বিচ্ছিন্নতা আরও গভীর হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে—যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ। ব্যাপক ধ্বংসযজ্ঞের পর চলতি বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর