বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার আলোচনা চলমান থাকলেও চিকিৎসকরা এখনই স্থানান্তর করা নিয়ে নিশ্চিত নন। এর মধ্যেই চীন ও যুক্তরাজ্য থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে তাঁর অবস্থা পর্যালোচনা করছে। বুধবার রাতে চীনা চিকিৎসকদের দ্বিতীয় দল হাসপাতাল পৌঁছে মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনাও করেছে।
এভারকেয়ার হাসপাতালের সামনে প্রতিদিনের মতো বুধবারও ভিড় করেন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। নিরাপত্তায় এসএসএফ ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে; বিশিষ্টজন ছাড়া কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
মেডিকেল বোর্ডের চিকিৎসকদের একজন জানান, খালেদা জিয়াকে স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস বজায় রাখতে মেকানিক্যাল ভেন্টিলেশনের সহায়তায় রাখা হয়েছে। বুধবার বিকেলে তাঁর কিডনি কার্যক্রম সচল রাখতে ডায়ালাইসিস করা হয়েছে।
সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
সিসিইউতে চিকিৎসাধীন অবস্থার বিষয়ে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক নুরুদ্দীন আহমদ বলেন, খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। উন্নতি বা অবনতি— কোনোটিই স্পষ্ট নয়। আরেকজন চিকিৎসক জানান, তিনি কিছুটা রেসপন্স করছেন, তবে এটিকে আশাব্যঞ্জক উন্নতি বলা যাচ্ছে না। তাঁর স্বাস্থ্যের বেশ কিছু প্যারামিটার ওঠানামা করছে।
প্রতিদিন অন্তত দেড় ডজন দেশি-বিদেশি চিকিৎসকের সঙ্গে রাতভর বৈঠক করছে মেডিকেল বোর্ড। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও ভার্চুয়ালি যুক্ত থাকেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন নতুন পরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনে চিকিৎসায় পরিবর্তন আনা হচ্ছে। আশানুরূপ উন্নতি দেখা না গেলে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্তও পিছিয়ে যাবে।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বুধবার সকালে ঢাকায় এসে দুপুরে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে— মেডিকেল বোর্ডের পাশাপাশি চীনের ১০ সদস্যের একটি দলও চিকিৎসায় যুক্ত রয়েছে।
গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর তাঁকে ভর্তি রাখা হয়। ২৭ নভেম্বর অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর