চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করার প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা রুলে হাইকোর্ট বিভক্ত রায় দিয়েছেন।
বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তির প্রক্রিয়াটিকে অবৈধ বলে ঘোষণা করেছেন, আর জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার এটিকে বৈধ বলে রায় দিয়েছেন।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ পৃথকভাবে এ রায় ঘোষণা করেন। এখন নিয়মানুযায়ী প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ গঠন করে দেবেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, ব্যারিস্টার আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এর আগে, ২৫ নভেম্বর নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার বিষয়ে দায়ের করা রিটের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছিল।
রিটকারীদের পক্ষে আইনজীবীরা শুনানিতে বলেন, চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই নির্বাচিত সরকারের পরিবর্তে অন্তর্বর্তী সরকারের পক্ষে বন্দরের দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া উচিত নয়।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল যুক্তি দেন যে, দেশের স্বার্থ সুরক্ষিত রেখেই বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হচ্ছে এবং এতে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে।
এর আগে, ৩০ জুলাই এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া আইনগত কর্তৃত্ববহির্ভূত কেন হবে না- তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
আইন ও আদালত এর সর্বশেষ খবর