অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য পরবর্তী সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। তিনি এই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী সরকার গঠন বৈধ থাকার রায় বহাল রাখার পর।
অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্ট কোনো আইন পাস করার নির্দেশ দিতে পারে না। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জনগণের অধিকার নিশ্চিত করার বিষয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে মতামত নেওয়া হয়েছিল। তাঁর মতে, গণঅভ্যুত্থানের বৈধতা–অবৈধতার প্রশ্ন এখানে প্রযোজ্য নয়। অন্তর্বর্তী সরকার জনগণের সরকার, এবং বিজয়ী জনতা যেভাবে সিদ্ধান্ত নেবেন, সেই অনুযায়ী সরকার গঠিত হবে।
তিনি আরও জানান, অভ্যুত্থানের সময় সুপ্রিম কোর্ট ভার্চুয়ালি বসে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে মতামত প্রদান করেছিল। রাষ্ট্রপতি যদি মতামত নিতে পাঠাতেন, তখন তা আপিল বিভাগে করা হতো, যা কোনো শুনানি বা জাজমেন্ট নয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর