দেশের ছোটপর্দার অভিনেতা তিনু করিম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ২৪ নভেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনু করিমের অবস্থার আরও অবনতি হলে বুধবার (৩ ডিসেম্বর) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
অভিনেতার স্ত্রী হুমায়রা নওশীন জানিয়েছেন, ৮ নভেম্বর বরিশালের গ্রামের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। অক্সিজেনের মাত্রা কমে গেলে ২৪ নভেম্বর তাকে ঢাকায় আনা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কেবিনে স্থানান্তর করা হয়েছিল, কিন্তু বুধবার রক্তচাপ ও সুগার লেভেল কমে জ্ঞান হারানোর পর পুনরায় আইসিইউতে নেওয়া হয় এবং অবশেষে লাইফ সাপোর্টে রাখা হয়।
হুমায়রা নওশীন অনুরোধ করেছেন, সবাই তিনু করিমের দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। অভিনেতার ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
প্রসঙ্গত, দুই দশক ধরে নাটক ও চলচ্চিত্রে কাজ করছেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে টিভিতে অভিষেক ঘটে এবং ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নাম লেখান। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি।
সাজু/নিএ
সর্বশেষ খবর