বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হচ্ছে বলে জানা গেছে। আগামীকাল শুক্রবার সকালে লন্ডনে রওয়ানা হবেন বলে জানা গেছে।
খালেদা জিয়া একাধিক সমস্যা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বেশ কিছু দিন ধরে। এবার তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির একটি সূত্র।
এর আগে গত ২৯ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের কাছে একটি এয়ার অ্যাম্বুলেন্স সাহায্য চেয়ে একটি চিঠি লেখেন। এরপর কাতার প্রত্যুত্তরে জানায়, বেগম জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত আছে দেশটি। কাতারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এবার সেই অ্যাম্বুলেন্সে করেই লন্ডনে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে তাকে।
আসছে...
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর