রাজধানী ঢাকা বড় ধরনের ভূমিকম্পের ধাক্কা সামলানোর মতো সক্ষমতা রাখে না বলে সতর্ক করেছেন নগর বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নিয়ন্ত্রণহীন নগরায়ন, অনুমোদনহীন ভবন নির্মাণ এবং নিরাপত্তা মানদণ্ড উপেক্ষার কারণে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে মেগাসিটি ঢাকা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে। এ অবস্থায় দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে লাখো ভবন
রাজউকের অধীনে পরিচালিত ‘আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট’-এর সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ঢাকার নিকটবর্তী মধুপুর ফল্টে (টাঙ্গাইল) ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে রাজধানীর কয়েক লাখ ভবন মাটিতে মিশে যেতে পারে।
এই বিপুল ক্ষয়ক্ষতির কারণ হিসেবে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন—
জাতীয় ভবন নির্মাণ কোড (BNBC) অনুসরণ না করা
অনুমোদনহীন নকশায় নির্মিত ভবনের আধিক্য
সরকারি তদারকির ঘাটতি
ঢাকায় ৯৫% ভবন অনুমোদন ছাড়াই নির্মাণ
রাজউকের তথ্য অনুযায়ী, রাজধানীতে বর্তমানে প্রায় **২১ লাখ ৪৫ হাজার ভবন** রয়েছে। এর মধ্যে **৯৫ শতাংশ ভবনই অনুমোদনহীন** বা অনুমোদিত নকশার বাইরে গিয়ে নির্মিত হয়েছে।
ড্যাপের হিসাব অনুযায়ী
প্রতি বছর গড়ে ৯৫ হাজার ভবন নির্মিত হয়েছে
রাজউক অনুমোদন দিয়েছে মাত্র ৪,১৪৭টি ভবনে
অর্থাৎ ৯৫.৩৬% ভবনই অনুমোদন ছাড়াই নির্মাণ
ঢাকার বসিলা, ঢাকা উদ্যান, কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় শত শত অনুমোদনহীন ভবন নিয়মিতভাবে গড়ে উঠেছে। যদিও রাজউক এ বছর প্রায় সাড়ে ৩ হাজার অবৈধ স্থাপনা শনাক্ত করে অভিযান শুরু করেছে।
ভূমিকম্প ঝুঁকির নেপথ্যে প্রধান দুর্বলতা
নগর পরিকল্পনাবিদদের মতে, ঢাকার ভঙ্গুর অবস্থার পেছনে রয়েছে একাধিক কারণ—
১. অপরিকল্পিত বহুতল ভবনের বিস্তার
ঘনবসতিপূর্ণ এলাকায় কোনো পরিকল্পনা ছাড়াই বহুতল ভবন, বস্তি ও সরু রাস্তাগুলো বাড়তে থাকায় উদ্ধারকাজও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
২. নিরাপত্তা মানদণ্ড লঙ্ঘন
বহু ভবনই ভূমিকম্প প্রতিরোধী কাঠামো ছাড়াই নির্মিত। অনেক স্থাপনায় রড–সিমেন্টের মান নিয়ন্ত্রণ করা হয়নি।
৩. মাটির তরলীকরণ (Liquefaction) ঝুঁকি
ঢাকার মাটি আলগা, জলাবদ্ধ পলিমাটিতে গঠিত। শক্তিশালী কম্পনের সময় এই মাটি তরল হয়ে ভবন ধসে পড়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।
৪. পুরোনো দুর্বল ভবন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন অনেক ভবন ২০–৩০ বছর আগে নির্মিত—যেগুলো এখন কম্পনে সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে।
নগর বিশেষজ্ঞরা বলছেন, “ঢাকা বর্তমানে এমন একটি অবস্থায় রয়েছে যেখানে বড় কোনো ভূমিকম্প হলে উদ্ধার, সেবা ও ব্যবস্থাপনার সব সক্ষমতা ব্যর্থ হয়ে পড়বে।”
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর