দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালাবদ্ধ বা ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে সহকারী শিক্ষকদের দুটি সংগঠন—প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। এর ফলে আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে যথারীতি বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সংগঠন দুটির যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ন্যায্য তিন দফা দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে পরীক্ষা চলাকালীন তালাবদ্ধ কর্মসূচি স্থগিত রাখা হবে। পরীক্ষা স্বাভাবিক নিয়মে চলবে এবং পরীক্ষা শেষ হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মো. মাহবুবর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। তাদের কোনো ক্ষতি আমরা চাই না। পরীক্ষা দুই দিন পেছালেও শিক্ষাজীবনে বড় প্রভাব পড়বে না।’ তিনি জানান, বৈঠক না হওয়ায় বৃহস্পতিবার পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, তবে রোববার থেকে শুরু হবে।
অভিভাবকদের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, অনেক স্থানে শিক্ষকরা অভিভাবকদের চাপে পড়লেও শিক্ষাবর্ষের পড়াশোনা শেষ থাকায় দুই দিন পরে পরীক্ষা শুরু হলে সমস্যা হওয়ার কথা নয়। আন্দোলনের অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে, তবে পরীক্ষাকে আন্দোলনের আওতামুক্ত রাখা হবে।
এদিকে আন্দোলনের মধ্যেই সহকারী শিক্ষকদের বদলি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৪২ জন শিক্ষককে ভিন্ন জেলায় বদলির অনুমোদন দেয়। বদলিকৃতদের তালিকায় আন্দোলনের শীর্ষ পাঁচ নেতা—খায়রুন নাহার লিপি, মো. শামছুদ্দীন মাসুদ, মো. আবুল কাশেম, মো. মাহবুবর রহমান এবং মো. মনিরুজ্জামান—অন্তর্ভুক্ত রয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর