গাজা এখন যুদ্ধবিধ্বস্ত যেখানে পুনর্গঠন ও মানবিক সংকট নিরসনে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ)।
বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অনুদানের ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মানবিক সহায়তার জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, চিঠিতে ফিলিস্তিনের ন্যায্য অধিকার সমর্থন এবং পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি দখলদারত্ব কমাতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন মাহমুদ আব্বাস।
চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ফিলিস্তিন ইস্যুর একটি সর্বসম্মত, ন্যায়সঙ্গত ও টেকসই সমাধান নিশ্চিতে ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।
সূত্র : রয়টার্স।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর