জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সংগঠনের জেলা কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন তার ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন।
স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, এনসিপির জেলা আহ্বায়ক সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার না করায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ২৯ নভেম্বর কেন্দ্রীয় কমিটি সাইফুল ইসলামকে জেলা আহ্বায়ক ঘোষণার পর থেকেই দলীয় একাংশ তাকে ‘আওয়ামী দোসর’ হিসেবে অভিযুক্ত করে প্রতিবাদ জানিয়ে আসছিল।
মোতালেবের দাবি, সাইফুল ইসলামকে এনসিপিতে এনেছেন বিভাগীয় সংগঠক ইমরান ইমন, আর সারজিস আলমের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় অভিযোগের পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি লিখেছেন, “এর মানে তিনিও জড়িত।”
এ কারণে রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি। মোতালেব আরও বলেন, সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এনসিপিকেই রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর