বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্হতা কামনায় বরগুনা শহরের কালিবাড়ী সড়কের শ্রী শ্রী সার্বজনীন শনিদেব মন্দিরের সকল ভক্তবৃন্দের আয়োজনে এক প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আজ রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বরগুনা পৌর শহরের কালিবাড়ী সড়কের শ্রী শ্রী সার্বজনীন শনিদেব মন্দিরে এ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রার্থনা অনুষ্ঠানে বক্তব্য দেন, সার্বজনীন শনিদেব মন্দির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট বাবুল দাস, মন্দিরের পুরোহিত জয়ন্ত চক্রবর্তী।
প্রার্থনা অনুস্ঠানে মন্দির কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট বাবুল দাস বলেন, আমাদের দেশের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনায় আমরা তার জন্য প্রার্থনার আয়োজন করেছি যাতে তিনি সুস্হ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আগের মত দেশপরিচালনা করতে পারেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর