ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে লটারির মাধ্যমে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে বিনামূল্যে উচ্চফলনশীল (উফশী) ও হাইব্রিড ধানের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ময়মনসিংহের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ এনামুল হক।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকারে রেখেছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যেন স্বল্প ব্যয়ে অধিক ফসল ফলাতে পারে, সে লক্ষ্যেই নিয়মিত বীজ ও সারসহ বিভিন্ন কৃষিপণ্যের প্রণোদনা দেওয়া হচ্ছে। উফশী ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আগামী মৌসুমেই উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
উপজেলা কৃষি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আ. ন. ম. আতিকুর রহমান।
অনুষ্ঠানে কৃষকসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানিয়েছন, এ বছর উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ২৭৫০ জন কৃষকের মধ্যে সার বীজ বিতরণ করা হবে। তন্মধ্যে ১৪০০ জনকে উফশি ১৩৫০ জনের মধ্যে হাইব্রিড ধান বিতরণ করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর