অ্যাশেজে পার্থে অস্ট্রেলিয়ার কাছে অপমানিত হওয়ার পর ব্রিসবেনে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয় ইংল্যান্ড। এমন লজ্জাজনক পরাজয়ের পর তার দলের খেলোয়াড়দের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তার ড্রেসিংরুম দুর্বল মানসিকতার পুরুষদের জন্য নয়।
রবিবার (৭ ডিসেম্বর) মাইকেল নেসারের ক্যারিয়ার সেরা (৫-৪২) বোলিংয়ে ২৪১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ফলে অজিদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৬৫ রানের। মামুলি এই লক্ষ্য তাড়ায় ২ উইকেট হারালেও অনায়াসে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। সিরিজে এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
পার্থে দুই দিনে শেষ হওয়া প্রথম টেস্টের মতো অপমানজনক না হলেও, ব্রিসবেনেও প্রতিটি বিভাগে ইংল্যান্ডকে ছাড়িয়ে যায় অস্ট্রেলিয়া। সিরিজে অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনির ম্যাচ বাকি থাকলেও এখন অ্যাশেজ ধরে রাখার ব্যাপারে অস্ট্রেলিয়াই এককভাবে ফেভারিট।
এমন অবস্থায় স্টোকস মনে করেন, দলের ব্যর্থতার কারণ দক্ষতার ঘাটতি নয়; বরং দলের ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগাতে পারছেন না। স্টোকস প্রশ্ন তোলেন, ‘চাপের মুহূর্তগুলোতে আমরা ঠিক কী ধরনের মানসিকতা নিয়ে নামছি, সেটি কি আমাদের নতুন করে ভাবতে হবে?’
ইংলিশ অধিনায়ক বলেন, ‘যখন আমরা ম্যাচে এগিয়ে থাকি, তখন আমরা দারুণ খেলি, পিছিয়ে পড়লেও ভালো করি। কিন্তু ম্যাচ যখন সমানে সমান অবস্থায় থাকে, তখন যথেষ্ট সংখ্যক বার আমরা জয়ী হয়ে উঠতে পারছি না।’
খেলা শেষে স্টোকস তার সতীর্থদের উদ্দেশে পরিষ্কার বার্তা দেন, তার দলে দুর্বল মানসিকতার খেলোয়াড়ের জায়গা নেই।
স্টোকসের ভাষ্য, ‘একটি কথা প্রচলিত আছে, অস্ট্রেলিয়া দুর্বলদের জায়গা নয়। আর আমি যে ড্রেসিংরুমের অধিনায়ক, সেটিও দুর্বল পুরুষদের জায়গা নয়।’
দ্বিতীয় ইনিংসে একটা সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন স্টোকস ও উইল জ্যাকস। ৯৬ রানের জুটি গড়েছিলেন এই দুজন। তবে শেষ ১৭ রান তুলতে ৪ উইকেট হারায় দলটি।
সূত্র: জিও সুপারের।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর