বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ও এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন যে তিনি এখনও রাজনীতিতে থাকতে চান এবং একই সাথে বাংলাদেশ জাতীয় দলে ফিরে অবসর নেওয়ার আগে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান।‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে অতিথি হয়ে এসব কথা বলেন তিনি।
২০২৪ সালে সর্বশেষ বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সাকিব। তারপর থেকে, জাতীয় দলে তার অনুপস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে, পডকাস্টে তিনি স্পষ্ট করে বলেছেন যে যদিও তার ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ, তবুও দেশের মানুষের জন্য রাজনীতি করার ইচ্ছা তার মধ্যে রয়েছে।
সাকিব আল হাসান বলেন, আমার মনে হয় আমার ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ। হয়তো এখন রাজনীতির অংশ বাকি। বাংলাদেশের মানুষ এবং মাগুরার মানুষের জন্য আমি এটা করতে চাই। এটা আমার ইচ্ছা ছিল, যা এখনও আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আর দেশে ফিরেতে পারেননি। তিনি বলেন, তিনি বারবার দেশে ফিরে আসতে চেয়েছেন, কিন্তু সুযোগ পাননি। তবুও, সাকিব সময় এলে ফিরে আসার আশা করেন এবং বিশেষ করে মাগুরার মানুষের জন্য রাজনীতি চালিয়ে যেতে চান।
সমানের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে পরিষ্কার পরিকল্পনাও জানান সাকিব। তার ভাষায়, আমি এখনও আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করিনি। আমার পরিকল্পনা হল বাংলাদেশে ফিরে গিয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলব এবং তারপর তিন ফরম্যাট থেকেই অবসর নেব। আমি একটি সিরিজ খেলে আমার ক্যারিয়ার শেষ করতে চাই।
বাংলাদেশের জীবন নিয়ে সাকিব বলেন, ‘আসলে আমি স্বাভাবিক জীবন চাইনি কখনও। আমি সেখানে স্বাভাবিক জীবনেই ছিলাম। অনেক বেশি বন্ধু কোনোকালেই আমার ছিল না। আমি বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছি। আমি যখন অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলি, আমার কোচ বলেছিলেন তুমি একদম জাতীয় দলে খেলবে। তখন কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে যেতে বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেতে পারবে না। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ফলে আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। ফলে আমার লাইফ সেখানে নরমালই ছিল। বিশেষ করে যখন আমার বাড়িতে যেতাম, একদম স্বাভাবিক জীবন ছিল। সেখানে বাইরে যেতাম, তারা আমাকে বলত, এই ফয়সাল এখানে এসো। এ কারণেই মাগুরাকে অনেক পছন্দ করতাম।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর