জাপানের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার গভীর রাতে ম্যাগনিটিউড ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয় এবং উপকূলীয় অঞ্চলগুলোতে বসবাসকারী মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।
ভূমিকম্পের সময় ও অবস্থান
Japan Meteorological Agency (JMA) জানায়, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে (১৪:১৫ GMT) ভূমিকম্পটি অনুভূত হয়। উপকেন্দ্র ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে, ভূ-পৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে। হঠাৎ এমন শক্তিশালী কম্পনে জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো ও আওমোরি এলাকার ঘরবাড়ি কেঁপে ওঠে এবং মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে।
কোথায় সুনামি আঘাত হেনেছে
ভূমিকম্পের পরপরই JMA তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামির আশঙ্কা প্রকাশ করে। এরইমধ্যে উপকূলীয় কয়েকটি বন্দরে সুনামির ছোট ঢেউ আঘাত হেনেছে। আওমোরির Mutsu Ogawara বন্দরে: ৪০ সেন্টিমিটার (১৬ ইঞ্চি), হোক্কাইডোর Urakawa বন্দরে: ৪০ সেন্টিমিটার (১৬ ইঞ্চি)। জাপানের হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে প্রিফেকচারের পুরো উপকূলজুড়ে সুনামি সতর্কতা ও স্থানত্যাগের নির্দেশ জারি করা হয়েছে।
প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য
স্থানীয় সংবাদমাধ্যম NHK জানায়, আওমোরির হাচিনোহে শহরের একটি হোটেলে বেশ কিছু লোক আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতি বা ব্যাপক হতাহতের খবর পাওয়া যায়নি।
পরিবহন ব্যবস্থা ব্যাহত
ভূমিকম্পের পর ইস্ট জাপান রেলওয়ে কিছু দ্রুতগামী ট্রেন ও আঞ্চলিক সার্ভিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এ ছাড়া বেশ কিছু সেতু, সুড়ঙ্গ ও সড়কপথে নিরাপত্তা পরীক্ষা শুরু হয়েছে।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা যাচাই
২০১১ সালের ভয়াবহ সুনামির অভিজ্ঞতার কারণে ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই হোক্কাইডো ও উত্তরাঞ্চলে থাকা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে জরুরি নিরাপত্তা পরীক্ষা শুরু করা হয়েছে। NHK জানিয়েছে, এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই ঝুঁকি বা অস্বাভাবিকতার চিহ্ন পাওয়া যায়নি।
সরকারের জরুরি ব্যবস্থা
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দ্রুত সংবাদমাধ্যমকে জানান যে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি টাস্কফোর্স গঠন করেছে। তিনি বলেন, “আমরা মানুষের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
আন্তর্জাতিক সতর্কতা
Pacific Tsunami Warning Center জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১,০০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জাপান ও রাশিয়ার উপকূলে “ঝুঁকিপূর্ণ সুনামি তরঙ্গ” তৈরি হতে পারে।
ভূমিকম্পপ্রবণ জাপান
বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি হলো জাপান। দেশটি সক্রিয় ভূমিকম্প বেল্ট Ring of Fire–এ অবস্থিত। বিশ্বব্যাপী ৬.০ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় ২০ শতাংশই জাপানে ঘটে। ২০১১ সালের ভয়াবহ ৯.০ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে দেশটিতে ব্যাপক জানমালের ক্ষতি হয়েছিল।
সূত্র-আলজাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর