গাজীপুরের কালীগঞ্জে চাঞ্চল্যকর কৃষক মো. মনির মোল্লা (৫২) হত্যা মামলায় স্থানীয় বিএনপি নেতার ভাই বেদন মৃধাকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার পর মঙ্গলবার (৯ ডিসেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়।
নিহত মনির মোল্লা নাগরী ইউনিয়নের পাড়াবর্থা এলাকার বাসিন্দা ছিলেন। গত শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে নৃশংসভাবে কুপিয়ে এবং দুই পা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হত্যাকাণ্ডের ঘটনার পর ছায়া তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। তদন্তের সূত্র ধরে সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে সন্দেহভাজন হিসেবে বেদন মৃধা এবং তার ভাগ্নে আবু হানিফকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। আটক বেদন মৃধা স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা সিরাজ মৃধার ভাই এবং আবু হানিফ নাগরী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ খান জয়ের সহোদর।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, ডিবি পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বেদন মৃধা মনির মোল্লা হত্যাকাণ্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। সেখানে তিনি বিচারকের খাস কামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে বিএনপি নেতার ভাইয়ের এমন জঘন্য হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মামলার অন্য আসামিদের বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর