কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীরা আত্তীকরণ বিধিমালার সকল কালো আইন বাতিল ও বৈষম্য নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কলেজ মাঠে এই কর্মসূচি পালিত হয়। সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) কেন্দ্রীয় কমিটির আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে: দ্রুত পদ সোপান তৈরি করে পদোন্নতি প্রদান, আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের 'পে-প্রোটেকশন' দ্রুততম সময়ে বাস্তবায়ন, দ্রুততম সময়ে সহজে চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করা, চাকরি বদলিযোগ্য করা এবং একাধিক কলেজে চাকরি করা সময়কালকে গণনায় অন্তর্ভুক্ত করে কার্যকর চাকরিকাল নির্ধারণ করা।
অবস্থান কর্মসূচিতে ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, সকশিস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও ভূরুঙ্গামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ. এম. আব্দুল জলিল, ভূরুঙ্গামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদ সিনিয়র সহ-সভাপতি গোলাম ফারুক সরকার, শিক্ষক পরিষদের সহ-সভাপতি আহসান হাবীব ঝিনুক, শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, শিক্ষক পরিষদের কার্যকরী সদস্য এ. বি. এম. হাফিজুর রহমান মন্ডল ও মোজাহার আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮ এর সকল কালো আইন বাতিল ও বৈষম্য নিরসন করে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান। দাবি আদায় না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তাঁরা।
শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন বলেন, "আমরা এই অবস্থান কর্মসূচি পালন করতে চাইনি। একটি কালো আইন তৈরি করে আমাদেরকে সপ্তম গ্রেড থেকে নবম গ্রেডে নামিয়ে অবহেলার আস্তাকুঁড়ে ফেলে দেওয়া হয়েছে।"
সকশিস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও ভূরুঙ্গামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ. এম. আব্দুল জলিল বলেন, "আমাদের ছাত্ররা সহযোগী অধ্যাপক অথচ আমরা ২৫ থেকে ৩০ বছর চাকরি করে প্রভাষক রয়ে গেলাম। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব।"
সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার বলেন, "মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হলে মানুষ ক্ষিপ্ত হয়। নীতি-নৈতিকতার প্রশ্নে তখন তার বিবেক আর সায় দেয় না। রাজপথে নামতে বাধ্য হয়।" তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর