নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ কলেজ মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে (১০ ডিসেম্বর) সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ সিংড়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, নাটোর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
তিনি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া আমাদের দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতার জন্য সবাইকে একসঙ্গে দোয়া করতে হবে।
এসময় দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলা আসাদুল ইসলাম আসাদ। তিনি খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর