গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১০ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে হাসপাতালের বিভিন্ন অসঙ্গতি ও অনিয়ম খুঁজে বের করে দুদক।
দুর্নীতি দমন কমিশনের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সাগর কুমার সাহাসহ টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দুদকের হট লাইনে প্রাপ্ত অভিযোগে ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান দুর্নীতি দমন কমিশনের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হাসান।
অভিযান সুত্র জানা যায়, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ অনুপস্থিত থাকেন, পরিবেশ অপরিচ্ছন্ন, সেবার মান অনেক নিচু, ঔষধ বিতরণে সমস্যা, রোগীদের ঔষধ হাসপাতাল থেকে না দিয়ে বাহির থেকে কেনায়, খাবারের মান নিচু রোগীদের যেপরিমাণ খাবার দেয়ার কথা সে পরিমাণ দেয়া হচ্ছে নাসহ আরো কিছু অনিয়মের প্রেক্ষিত্রে আরো কিছু অভিযোগ আসে। প্রধান কার্যালয়ের অনুমোদনের প্রেক্ষিত্রে বুধবার (১০ ডিসেম্বর) সকালে গাজীপুর থেকে দুদকের একটি টিম; শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর, রান্নাঘর ও জরুরী বিভাগে পর্যবেক্ষণ করে।
সূত্র জানায়, পর্যবেক্ষণে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। রান্না ঘরে ৫০জন রোগীর জন্য মাছ প্রয়োজন ৮ কেজি ২০০ গ্রাম, সেখানে মাছ রয়েছে মাত্র ৫ কেজি, দেড় কেজি ডাল থাকার কথা থাকলেও দেয়া হয়েছে মাত্র ৫০০ গ্রাম, দেড় লিটার তেল দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে মাত্র ৫০০গ্রাম, ডিম ৫০জন রোগীর জন্য দেয়ার ৫০টি লাগবে, কিন্তু কাগজে ৪০টি লিখা থাকলেও গুণে পাওয়া গিয়েছে মাত্র ৩৪পিচ।
এছাড়াও হাসপাতালের রোগীর আসনে সিট নাম্বার লেখা না থাকাসহ নানা ধরনের অসঙ্গতি পাওয়া যায়। একজন রোগী ৮টি ঔষধ লেখা থাকলেও ৩টা, ৪টা, পাঁচটি ঔষধ বাহির থেকে আনা হয়েছে। বিষয়টি জানতে চাইলে ঔষধ গুলো সাপ্লাই না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কিছু ঔষধ আছে চিকিৎসক লিখেই নাই, অথচ রেজিস্টারে ইনচার্জ বা নার্সরা রেজিষ্টারে বিতরণ দেখিয়েছে।
অভিযান শেষে দুর্নীতি দমন কমিশনের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হাসান বলেন, 'আমরা যে অভিযোগের প্রেক্ষিত্রে এসেছিলাম সেগুলোর সত্যতা পেয়েছি। যে সমস্যা গুলো পেয়েছি তা রিপোর্ট আকারে আমরা কমিশনের জমা দিবো, কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর