শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে বোরো উফশী ও বোরো হাইব্রিড ফসলের আবাদে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী ধান বীজ, সার এবং হাইব্রিড ধান বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ৩ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ এবং ৫০০ জন কৃষককে ৫ কেজি উচ্চ ফলনশীল (উফশী) ধানের বীজ, পাশাপাশি প্রত্যেককে ২০ কেজি সার বিনামূল্যে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার রাশিদুজ্জমান ইমরান, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগী কৃষকরা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর