কর্মব্যস্ত মানুষ মাগরিবের নামাজে দেরি হওয়ার প্রধান কারণ হলো দিনের কাজের চাপ, দিনের শেষ মুহূর্তের ব্যস্ততা, যে কারণে তারা নামাজের সঠিক সময়ে মসজিদ পৌঁছাতে পারেন না, যদিও ইসলামে মাগরিবের নামাজ যত তাড়াতাড়ি সম্ভব আদায় করার গুরুত্ব রয়েছে।
মাগরিবের তিন রাকাত নামাজের ক্ষেত্রে যদি কোনো মুক্তাদী ইমামের পেছনে শুধু এক রাকাত মাগরিবের নামাজ পেলে তার করণীয় কী?
কোনো মুক্তাদী ইমামের পেছনে শুধু এক রাকাত মাগরিবের নামাজ পেলে বাকি দুই রাকাত আদায়ের ক্ষেত্রে উভয় রাকাতে সুরা ফাতেহা পড়ে এর সাথে সুরা মিলাবে এবং উভয় রাকাতের পর বৈঠক করবে।
প্রথম রাকাতের পর বৈঠক করে শুধু তাশাহহুদ পড়বে (দরূদ ও দোয়া মাছূরা পড়বে না)। এরপর দাঁড়িয়ে আরেক রাকাত আদায় করবে। তারপর বৈঠক করে তাশাহহুদ, দরূদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর