বুধবার বিকেলে পানছড়ি উপজেলার পূজগাং এলাকায় সন্দেহজনক চলাফেরা করায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় নাগরিক বলে জানিয়েছে আটককৃতরা।
পুলিশ জানায়, আটককৃত ৩ জন ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার বাসিন্দা। তারা হলেন- গ্রুইনাং পাড়া গ্রামের বাসিন্দা দইচন্দ্র রিয়াংয়ের ছেলে জেমস কুমার রিয়াং (৩৩), জেষ্ট মহন রিয়াংয়ের ছেলে তরসেন রিয়াং (৩০) ও লাল মান জুয়ালা'র ছেলে লাল থাকমা রিয়াং (৩২)।
সূত্র আরও জানায়, গত ৬ ডিসেম্বর শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যের, ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়ার চোরাপথে দুর্গম পাহাড়ি পথ পারিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রুপসেন পাড়া হয়ে বাংলাদেশে প্রবেশ করে তারা। এরপর রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার রাকিয়ং লেক গ্রামে যায়। সেখান থেকে আজ আবার ভারতে চোরাপথে গমন করার সময় যৌথবাহিনীর হাতে আটক হন।
পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লালথাকমা রিয়াং ওরফে প্রশান্ত ত্রিপুরা রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার রাকিয়ং লেক গ্রামের বাসিন্দা। তিনি ২০২০ সালে স্থায়ীভাবে ভারতে গমন করে সেখানে বিয়ে করে নাগরিকত্ব নিয়েছে। তার পিতা মাতা বাংলাদেশের নাগরিক। তার বড় মেয়ে সিয়ারই রিয়াংয়ের চিকিৎসার জন্য রাঙ্গামাটি মা বাবার নিকট হতে টাকা নিতে ভারতীয় দুই বন্ধু জেমস কুমার রিয়াং, তরসেন রিয়াংকে সাথে নিয়ে বাংলাদেশে চোরাপথে প্রবেশ করে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর