ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন বিষয়ে গণভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এই তফসিল ঘোষণা করেন।
সিইসি জানান, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (রোববার) জাতীয় নির্বাচন ও গণভোট—দুটি ভোটই অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
তফসিলের মূল সূচি-
মনোনয়নপত্র জমা: ২৯ ডিসেম্বর পর্যন্ত
মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর–৪ জানুয়ারি
আপিল দায়ের: ১১ জানুয়ারি
আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
প্রচার শুরু: ২২ জানুয়ারি
প্রচার শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিটে
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি, দেশের ৩০০ আসনে
আচরণবিধি বাস্তবায়নে বিশেষ ব্যবস্থা-
ইতোমধ্যে ইসি নির্দেশনা জারি করেছে যে, তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটের দুই দিন পর পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানায় **অন্তত দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট আইনের আওতায় দায়িত্ব পালন করবেন।
ভোটার সংখ্যা এবং কেন্দ্র-
বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
এর মধ্যে— পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২, তৃতীয় লিঙ্গ (হিজড়া): ১,২৩৪ জন।
এবার নির্বাচন অনুষ্ঠিত হবে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে। ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি, এর মধ্যে— পুরুষ ভোটকক্ষ: ১ লাখ ১৫ হাজার ১৩৭, মহিলা ভোটকক্ষ: ১ লাখ ২৯ হাজার ৬০২।
তফসিল ঘোষণার মধ্য দিয়ে সারা দেশে নির্বাচনী প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর