কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২নং চৌয়ারা ইউনিয়ন বিএনপি সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, সাবেক চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ওমর ফারুক বাবুল, উপজেলা বিএনপির সদস্য আবু সাঈদ বাবুল, দিদারুল আলম রুবেল, ২৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।,
দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেনি। স্বৈরাচার সরকারের জেল জুলুম নির্যাতন সহ্য করে দেশের মানুষের কথা চিন্তা করে দেশ ছাড়েননি। আজ তিনি সংকটাপন্ন। আমরা কেবল তার সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করতে পারি। দেশের এই সংকটকালে খালেদা জিয়ার সুস্থতা ভীষণ প্রয়োজন। তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র থাকে না। গণতন্ত্র চর্চার জন্য যে কোন দেশে নির্বাচিত সরকার থাকা বাঞ্ছনীয়। একটা নির্বাচিত সরকারই দেশটাকে বাঁচাতে পারে। এর আগে তিনি পূর্ব জোড়কাননে অপর আরেকটি দোয়া মাহফিলে অংশ নেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর