ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ওসির কার্যালয়ে থানার সার্বিক আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে ও থানা এলাকাকে অপরাধ মুক্ত করতে স্থানীয় সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগীতা করার ব্যাপারেও অনুরোধ জানান ওসি সাইফুল্লাহ সাইফ।
এসময় তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠ, নিরপেক্ষ, স্বচ্ছ এবং নির্বিঘ্নে ভোট প্রদান অনুষ্ঠিত করতে ফুলবাড়িয়া থানা পুলিশ বদ্ধপরিকর। সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলের ভোটার-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও সংঘাত যেন না ঘটে সে লক্ষ্যে জনগণের সেবায় ফুলবাড়িয়া থানা পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। পরে সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ গুরুত্ব দিয়ে তিনি মাদক নির্মূল ও থানাকে দালালমুক্ত রাখার ব্যাপারে আশ্বাস দেন।
জানাগেছে, ওসি সাইফুল্লাহ সাইফ গত ৮ ডিসেম্বর ফুলবাড়িয়া থানায় যোগদান করেন। এর আগে তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর