টানা দুই জয়ের বিপরীতে টানা দুই হার দেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তাতে ঘরের মাঠে পাকিস্তানের কাছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
আজ কক্সবাজারে অলিখিত ফাইনালে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। ২-২ সমতায় সিরিজ জয়ের লক্ষ্যে নেমে প্রথমে ব্যাটিং করে ৮৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ বল হাতে রেখে জয় পায় পাকিস্তান।
দলীয় ১৬ রানে পাকিস্তানের ২ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করলেও কমল খান ও আকসা হাবিবের দুটি বিশোর্ধ্ব ইনিংস বাংলাদেশের পরাজয় নিশ্চিত করে। হাবিবের ২১ রানের বিপরীতে সর্বোচ্চ ২৫ রান করেন উইকেটরক্ষক কমল। আর শেষ দিকে ১৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ফিজ্জা ফিয়াজ।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই একের পর এক ধাক্কা খায় বাংলাদেশ। যার প্রমাণ মিলে দলীয় ৩১ রানে বাংলাদেশের ৫ ব্যাটারের ড্রেসিংরুমে ফেরা। এমন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলে দলকে ৮৪ রানের সংগ্রহ এনে দেন সাদিয়া আক্তার। বাংলাদেশের আর কোনো ব্যাটার দুই অংক স্পর্শ করেননি।
করেছে ‘মিস্টার এক্সট্রা’। অতিরিক্ত থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন রোজিনা আকরাম ও ব্যারিয়ার সাইফ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর