পঞ্চগড়ে মৌসুমের প্রথম শৈত্য প্রবাহ গত তিনদিন থেকে বিরাজ করছে। তাপমাত্রা কমে গিয়ে এক অঙ্কে নেমে গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ছয়টায় ৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সেই সাথে ১০-১২ কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যাচ্ছে মাঝে মাঝে।
গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রী রেকর্ড হয়। সকাল থেকে সূর্যের দেখা মিলেছে তবে কনকনে ঠান্ডায় নিম্ন আয়ের শ্রমিকরা দূর্ভোগে পড়েছেন। সকালে রোদ উঠলেও রোদের তিব্রতা নেই।
বিশেষ করে বালু এবং অটোইজিবাইকরা চালকরা পড়েছেন বিপাকে। রাতের বেলায় ঠান্ডার মাত্রা বেড়ে যায় সকালে সূর্য উঠার আগে প্রচন্ড ঠান্ডার প্রকোপ। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা স্বস্তি মেলে জনজীবনে।
শনিবার সকালে পঞ্চগড় পৌর এলাকার ইজিবাইক চালক খলিলুর রহমান জানা্ বর্তমানে রোদের দেখা দিলেও কনকনে ঠান্ডায় কস্টে আছি। সন্ধ্যা থেকে শুরু হয় শীত রাতভর প্রচন্ড শীতের প্রকোপ।এতে আমাদের দূর্ভোগ পোহাতে হয়।
বালু শ্রমিক হাশিবুল ইসলাম জানান, গরমের দিনে আমরা সকাল ছয়টার দিকে নদীতে নেমে বালু উত্তোলনের কাজ শুরু করতে পারি কিন্ত বর্তমানে সকাল আটটা পর্যন্ত ঠান্ডার কারনে বালু তুলতে পারিনা। আমাদের কাজে বিলম্ব হচ্ছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেনী আবহাওয়া পর্যবেক্ষনাগাড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেনন্দ্রনাথ রায় জানান এই মৌসুমে তাপমাত্রা ৮ ডিগ্রীর ঘরে নেমে গেছে গতকাল। দুদিন থেকে এই জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে তবে রোদের দেখা দেওয়ায় কিছুটা স্বস্তি আছে। । ডিসেম্বরের বাকি দিনগুলোতে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর