তোরা আ’লীগ, তোরা দিনে বিএনপি রাতে জামায়াত বলে অপমান করায় ক্ষোভে বিএনপি ত্যাগ করেছে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সহ প্রচার সম্পাদকসহ একাধিক নেতাকর্মী। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নে শনিবার বিকেলে যোগদান করা নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জামায়াত।
সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর ও যোগদান করা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম পাটোয়ারী। স্থানীয় নানকরা আয়েশা ছিদ্দিকা মহিলা মাদরাসা মিলনায়তনে যোগদানকৃত ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম পাটোয়ারী ও সহ প্রচার সম্পাদক দেলোয়ার হোসেনসহ একাধিক ব্যক্তিকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, জামায়াত নেতা শাওনেওয়াজ কাজল, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, সেক্রেটারী মোতাহার হোসেন মোল্লা, চিওড়া ইউনিয়ন জামায়াতের আমীর শাহজালাল টিপু, সেক্রেটারী হুমায়ুন কবির সুজন, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ হাছান মজুমদার, জামায়াত নেতা আবু ইউসুফ, মাহফুজুর রহমান প্রমুখ।
জামায়াতে যোগদানকৃত ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নানকরা গ্রামের নূর ইসলাম পাটোয়ারী সন্ধ্যায় বলেন, আল্লাহর প্রতি বিশ^াস ও স্মরণ করে জামায়াত ইসলামীতে যোগদান করেছি। বিএনপির ওয়ার্ড সেক্রেটারী থাকাকালীন বহু লজ্জিত হয়েছি। বিভিন্ন মারামারি, হানাহানি ও বিচার নিয়ে অতিষ্ঠ হয়েছি। তাদের মধ্যে কোন শৃঙ্খলা নেই, কোন আন্তরিকতা নেই। একজনকে একজন মানে না। বিভিন্ন সভা-সমাবেশে টাকা খরচ করে লোকজন নিয়ে গেলে অপমান করে বলে, তোরা কে? তোরা আওয়ামীলীগ ইত্যাদি বলে তুচ্ছ-তাছিল্য করে। তোরা দিনে বিএনপি রাতে জামায়াত করোছ ইত্যাদি বলে অপমান করে। যে কোন অনুষ্ঠানে গেলে কোন মূল্যায়ন থাকে না। তাই আমি গত কয়েকদিন আগে বিএনপি থেকে অব্যাহতি আবেদন করেছি। আজ আমার দল-বল নিয়ে জামায়াতে যোগদান করেছি।
বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়েদ রাশীদুল ইসলাম জাহাঙ্গীর সন্ধ্যায় বলেন, বিএনপির ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম পাটোয়ারীসহ কয়েকজন জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছে।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু শনিবার সন্ধ্যায় বলেন, ‘যারা যোগ দিয়েছে, তারা আগে জামায়াত করেছে। পরে আ’লীগের সময় আ’লীগ করেছে। এখন আবার জামায়াতে যোগ দিয়েছে। বিএনপির কেউ জামায়াতে যোগ দেয়ার প্রশ্নই আসে না’।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর