রাজবাড়ীর পাংশায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বুদ্ধিজীবি শহীদ আরশেদ আলীর কবরে শ্রদ্ধা জ্ঞাপন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ, হাবাসপুর ইউনিয়ন পরিষদ, হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আরশেদ আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
শ্রদ্ধাজ্ঞাপন শেষে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হকের সভাপতিত্বে ও পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার সাদ আহম্মেদ, সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল দেবব্রত সরকার, উপজেলা কৃষি অফিসার তোফাজ্জল হোসেনে, পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খান, সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম খান জাহাঙ্গীর, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান প্রমুখ।
আলোচনা সভা শেষ শহীদ আরশেদ আলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর