ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় সীমান্ত পারাপারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুজনের কাছ থেকে পাওয়া নতুন তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিচ্ছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার পর রাজধানীতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, “হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত পারাপারে সহায়তার সঙ্গে জড়িত এমন দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে এবং সে অনুযায়ী তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। এ ছাড়া সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে।”
এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, এখন পর্যন্ত কেউ দেশ ত্যাগ করেছে—এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই।
তিনি আরও বলেন, “এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে যদি আজ বাদী হয়ে মামলা না করা হয়, তাহলে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করবে।”
প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর