ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
ডাকসু ভিপি সাদিক কায়েম এ কর্মসূচির ঘোষণা দেন। ঘোষণায় জানানো হয়, আজ (সোমবার) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রাঙ্গণে জমায়েতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হবে।
ঘোষণায় আরও বলা হয়, শরিফ ওসমান হাদির ওপর হামলা দেশব্যাপী নিরাপত্তাহীনতার একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।
এ কর্মসূচিতে দেশের ছাত্রসমাজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর