মহান বিজয় দিবস উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, মহান বিজয় দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা ভোগ করছি। আজকের এই আয়োজনের মাধ্যমে মানিকগঞ্জের সেইসব সাধারণ মানুষ, যারা আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত, তাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।
এ সময় উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিনসহ মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং ইউনিটের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু সেবা নিতে হাসপাতালে আসেন। কর্মসূচির আওতায় আউটডোর টিকিট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি হাসপাতালের নির্ধারিত বিভিন্ন পরীক্ষায় ২৫ শতাংশ ছাড়, অপারেশনে ৩৫ শতাংশ এবং ফিজিওথেরাপিতে ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়।
এছাড়াও কিডনি রোগীদের জন্য বিশেষ ব্যবস্থায় মাত্র ২ হাজার ৩০০ টাকায় ডায়ালাইসিস সেবার ঘোষণা দেওয়া হয়, যা পুরো ডিসেম্বর মাসজুড়ে চালু থাকবে। সংশ্লিষ্টরা জানান, মানিকগঞ্জ জেলায় এটি সর্বনিম্ন খরচে ডায়ালাইসিস সেবা।
ফ্রি মেডিকেল ক্যাম্পের কারণে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে। বিনামূল্যে চিকিৎসা ও ছাড়মূল্যে সেবা পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর