পঞ্চগড় মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে বিএনপি’র নেতাকর্মীদের ঢল নেমেছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে পঞ্চগড় তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে জেলা ছাত্রদলের আয়োজনে বিজয়ের পতাকা মিছিল শুরু করেন ছাত্রদর যুবদল ও বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এতে নেতৃত্ব দেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। মিছিলের স্লোগান ছিল স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো। রাজাকারের চামড়া তুলে নিবো আমরা। দীর্ঘদিন পর বিএনপি নেতাকর্মীরা স্বতস্ফুর্তভাবে মিছিলে অংশ নেন। মিছিলটি কলেজ রোড নিচুতলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেষ হয়। পরে সেখানেই পথসভা করা হয়। সংক্ষিপ্ত সভায় ব্যারিস্টার নওশাদ জমির বক্তব্য দেন । এ সময় কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও সাবেক মহিলা সংসদ সদস্য এডভোকেট রিনা পারভিন, জেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক জাতীয়তাবাদী আইনজিবী ফোরামের সভাপতি এডভোকেট নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহŸায়ক আব্দুল মজিদ, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সফিউজ্জামান পাটোয়ারি রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপান সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নওশাদ তার বক্তব্যে বলেন গত ৫৪ বছর বাংলাদেশের মানুষ অনুধাবন করেছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। যেদিন নিশ্চিত হবে গণতন্ত্র নিশ্চিত হবে মানুষের মৌলিক অধিকার যেদিন আমাদের শিশুদের স্বপ্ন দেখার শৈশবের অঙ্গিকার সেদিন বাংলাদেশে স্বাধীনতা ফলপ্রসু হবে। তিনি বলেন দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আগামি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবো।
কুশল/সাএ
সর্বশেষ খবর