অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভ ডট কম (bd24live.com)-এর হেড অফ আইটি রাইতুল ইসলামের বাবা মিজানুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে পটুয়াখালীর রাঙ্গাবালিতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগে ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম মিজানুর রহমান লিভার সিরোসিস গ্রেড-৪ এ আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে দীর্ঘ সময় রাজধানী ঢাকায় রাখা হয়েছিল। রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘমেয়াদী চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে কয়েকদিন আগেই তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই বুধবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিডি২৪লাইভের হেড অফ আইটি রাইতুল ইসলামের বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদ।
এক শোকবার্তায় তিনি বলেন, "রাইতুল ইসলামের বাবার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।"
রাইতুল ইসলামের বাবার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বিডি২৪লাইভ পরিবারসহ তার সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে শোক প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।
মরহুমের জানাজা ও দাফন প্রক্রিয়া তার নিজ গ্রামেই সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
সর্বশেষ খবর