আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার ও ‘ফ্যাসিস্ট’ দমনে সারা দেশে আরও জোরদার করা হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’। এর অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে পুলিশের তল্লাশি চৌকি (চেকপোস্ট) বাড়ানো হয়েছে। সন্দেহজনক গাড়ি ও ব্যক্তিদের দেখলেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট এলাকা ও বাড়িতেও অভিযান চলছে।
পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত সারা দেশে মোট ১ হাজার ৩৯৮ জনকে ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, নিয়মিত চেকপোস্টের বাইরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে কড়া নজরদারি চালাচ্ছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে।
ইতোমধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানা এলাকা, সাতকানিয়া থানা এলাকা, বগুড়া ও গাজীপুর মেট্রোপলিটন এলাকার চারটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ২১ হাজার ৬৩০টি মোটরসাইকেল এবং ১৯ হাজার ৯৪টি গাড়ি তল্লাশি করা হয়েছে। সড়কে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এ. এইচ. এম. শাহাদাত হোসাইন বলেন,‘চেকপোস্টে সন্দেহভাজনদের তল্লাশি পুলিশের নিয়মিত কাজের অংশ। পরিস্থিতি বিবেচনায় কখনো কমানো, কখনো বাড়ানো হয়। বর্তমানে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ চলমান থাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।’
পুলিশ সদর দপ্তরের আরেক কর্মকর্তা বলেন, চলমান অভিযানের মাধ্যমে অপরাধীদের স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে—অপরাধ করে কেউ পার পাবে না। একই সঙ্গে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে সড়কে দিন-রাত পুলিশ সক্রিয় রাখা হয়েছে। তবে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে মাঠপর্যায়ের পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বুধবার থেকে ডিএমপি চেকপোস্ট ব্যবস্থা জোরদার করেছে। বসিলা, বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ, স্টাফ কোয়ার্টার, বাসাবো রোড (কমলাপুর), গাবতলী, ৩০০ ফিট, আবদুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া, ধৌড় ব্রিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, গত মঙ্গলবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত সারা দেশে মোট ১ হাজার ৯২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৯৮ জন ‘ডেভিল’ এবং ৫২৩ জন বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি। একই সময়ে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি বন্দুক, ৩ রাউন্ড গুলি, ৩ রাউন্ড কার্তুজ, ১১টি দেশীয় অস্ত্র ও ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে আততায়ীরা। এ ঘটনার পর জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর