হালুয়াঘাটে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আহনাফ তাকরিম (৩) নামের এক শিশু মৃত্যু হয়েছে। সে উপজেলার মকিমপুর নগুয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড় কুমুরিয়া গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু মামা ইউনুস বলেন, আহনাফ তাকরিম তার মার সঙ্গে নানার বাড়ি বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে সে অসাবধানতা বশত বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পাড়ে যায়। পরে স্বজনেরা অনেক খোঁজাখুজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম বলেন,এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর