বগুড়ার ধুনটে নাশকতা মামলায় সালমান রহমান (৩৫) নামের এক যুবলীগ ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম। এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সালমান রহমান পৌর সদরপাড়া এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য।
এছাড়াও গত ৩ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিতে আগুন দেওয়া অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ৩০ মে ধুনট বাজারে হোটেল আরাফাত ভবনের দ্বিতীয় তলায় বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চলছিল।
দোয়া মাহফিল চলাকালিন বেলা ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত ভাবে বিএনপির কার্যালয়ে প্রবেশ করে দোয়া মাহফিলে হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের মারধর, কার্যালয় ভাংচুর ও ব্যানারে আগুন জ্বালিয়ে দিয়ে উল্লাস করতে থাকে। ঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মন্ডলের ছেলে যুবদল নেতা ইমদাদুল হক রনি বাদী হয়ে আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে মামলা একটি দায়ের করে। ওই মামলার এজাহারে নাম থাকায় সালমান রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর