আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পোস্টার-ব্যানার অপসারণ ও দেয়াল পরিষ্কারের কার্যক্রম শুরু করেছে বিএনপি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে গোপালপুর থানা চত্বরে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি, সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
গোপালপুর-ভূঞাপুর (টাঙ্গাইল-২) আসনের ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর নির্দেশনায় উপজেলা ও শহর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ভিপি, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপির সদস্য মারুফ তালুকদার রাহীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিন্স, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন, উপজেলা জাসাস সভাপতি শাহানুর আহমেদ সোহাগ, উপজেলা যুবদল সদস্য সচিব মো. বদিউজ্জামান রানা, শহর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শামসুল হক, সদস্য সচিব খন্দকার হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনছুর রহমান, শহর শ্রমিকদল সভাপতি খন্দকার জামাল উদ্দিন, শহর ছাত্রদল সভাপতি মো. রোমানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি উপজেলার সব এলাকায় দলীয় নেতা-কর্মীদেরকে পোস্টার-ব্যানার অপসারণে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর