বাংলাদেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শুক্রবার (১৯ ডিসেম্বর) দূতাবাস থেকে এক বার্তায় এ সতর্কতা জারি করা হয়।
বার্তায় বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা গেছে, তরুণ নেতা শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তার জানাজা শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর, আনুমানিক দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে ওই এলাকা এবং রাজধানীর বিভিন্ন স্থানে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া মার্কিন নাগরিকদের উদ্দেশে আরও বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনও কখনও সংঘাতপূর্ণ হয়ে সহিংসতায় রূপ নিতে পারে। তাই যেকোনো ধরনের বিক্ষোভ এড়িয়ে চলতে এবং বড় জনসমাবেশের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর