কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে পানিতে ডুবে চালকের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম জাকির হোসেন (৩২)। তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মোজাম উদ্দিন এর ছেলে। পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকাবাসী সূত্রে জানাযায়, শনিবার (২০ ডিসেম্বর ) দুপুরে মাটি বোঝাই একটি ট্রাক্টর ডিপেরহাট-সড়ককাটা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে পুকুরের পানিতে ডুবে জাকির হোসেন (৩২) নামের ট্রাক্টর এর চালক ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এবিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর