মঞ্চের মুখপাত্র ওসমান শরিফ হাদির মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে পঞ্চগড়ের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। সরকারের নির্দেশনা থাকা সত্ত্বেও শোক পালনে এ ধরনের অবহেলা নিয়ে প্রশ্ন উঠেছে।
সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে জানায়, সরকারি, আধা সরকারি ও বেসরকারি সকল স্থায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। কিন্তু সেই নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হয় পঞ্চগড় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্তৃপক্ষ।
শনিবার সকালে পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কে অবস্থিত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কার্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এমনকি পতাকা উত্তোলনের জন্য প্রয়োজনীয় পতাকা স্ট্যান্ডও সেখানে দেখা যায়নি।
এ বিষয়ে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মোহতাসিম বিল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে একাধিকবার ফোন দেওয়া সত্ত্বেও তিনি কল রিসিভ করেননি। তবে এ বিষয়ে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দিনাজপুর জোনাল ব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে আপনাদের জানাবো।
রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা সরকারের একটি আনুষ্ঠানিক নির্দেশনা। সে নির্দেশনা অমান্য হওয়ায় প্রশাসনিক নজরদারি ও জবাবদিহির দাবি জানিয়েছেন সচেতন মহল।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর