বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর, লেমুয়া ইউনিয়ন শাখার উদ্যোগ শহীদ ওসমান হাদি ও লেমুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব বাকের আহম্মেদের জন্য দোয়ার আয়োজন করা হয়।শনিবার এশার নামাজের পর উক্ত মাহফিলের আয়োজন করা হয় লেমুয়া বড় মসজিদ জামে মসজিদে।এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ফেনী-২ জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর কামরুল ইসলাম ,সেক্রেটারি জাহিদ হাসান পলাশ,হামিদ উল্লাহ সহ প্রমুখ।
এসময় লিয়াকত আলী ভুঁইয়া বলেন,হাদী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ হয়েছে।অপরদিক লেমুয়ার ব্যবসায়ী বাকের সন্ত্রাসীদের হামলায় কাতরাতে কাতরাতে ছটফট করতে করতে মারা গেছে। অপরদিক হাদিও মাথায় গুলি নিয়ে ৮ দিন পর মারা গেছে। অপরদিকে বাকের ১০ দিন হাসপাতালে কাতরাতে কাতরাতে মারা গেছে।কত নির্মম দুটি মৃত্যু। কত বিভৎস ,আমরা সরকারের কাছে হামলাকারীদের বিচার প্রার্থনা করচি।১৬ বছরের আ'লীগের লুটপাটের কারনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকটে আছে।ফ্যাসিস্টদের কারনে এদেশের মানুষ যে ভয়ের কারাগারে ছিল সেখান হতে আমাদের স্বাধীন করেছে আমাদের ছেলে আমাদের ভাই শরীফ ওসমান হাদী ,নাহিদ ইসলাম ,সাদিক কায়েম,এস এম ফরহাদ,
আসিফ মাহমুদ ,হান্নান মাসুদ সহ সকল জুলাই যোদ্ধারা।সেখানে লেমুয়ার মানুষের উপস্থিতি ও ছিল। সদরের লোকজন শহীদ হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর