বাংলাদেশ রেলওয়ে ঢাকা-কক্সবাজারসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে ট্রেনের ভাড়া বাড়িয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। আসন ও রুটভেদে ভাড়া সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত বেড়েছে।
গত ১৩ বছরে কয়েক দফায় সরাসরি বা পরোক্ষভাবে ট্রেনের টিকিটের দাম বাড়ানো হলেও এবার সরাসরি ভাড়া না বাড়িয়ে ‘পন্টেজ চার্জ’ বা মাশুল আরোপের মাধ্যমে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। রেলওয়ের তথ্য অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-জামালপুর ও ঢাকা-দেওয়ানগঞ্জ—এই ছয়টি রুটের ১১টি সেতুতে পন্টেজ চার্জ আরোপ করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম রুটে সোনার বাংলা এক্সপ্রেসের স্নিগ্ধা আসনের ভাড়া ৮৫৫ টাকা থেকে ৮৮ টাকা বাড়িয়ে ৯৪৩ টাকা করা হয়েছে। প্রথম বার্থের ভাড়া এক হাজার ২৫ টাকা থেকে বেড়ে এক হাজার ১৩৩ টাকা এবং এসি সিটের ভাড়া এক হাজার ৫৯০ টাকা থেকে বেড়ে এক হাজার ৭৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ট্রেনের স্নিগ্ধা আসনের ভাড়া এক হাজার ৩২২ টাকা থেকে বেড়ে এক হাজার ৪৪৯ টাকা হয়েছে। এসি সিটের ভাড়া এক হাজার ৫৯০ থেকে এক হাজার ৭৪০ টাকা এবং এসি বার্থের ভাড়া দুই হাজার ৪৩০ টাকা থেকে বেড়ে দুই হাজার ৬৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ রুটে সর্বোচ্চ ২২৬ টাকা ভাড়া বেড়েছে।
ঢাকা-সিলেট রুটে মেইল ট্রেনের ভাড়া ১২৫ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে। শোভন চেয়ারের ভাড়া ৩৫ টাকা বাড়িয়ে ৪১০ টাকা করা হয়েছে। স্নিগ্ধা আসনের ভাড়া ৭১৯ থেকে ৭৮৮ টাকা, এসি সিটের ভাড়া ৮৬৩ থেকে ৯৪৩ টাকা এবং এসি বার্থের ভাড়া এক হাজার ৩৩৮ টাকা থেকে বেড়ে এক হাজার ৪৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম-সিলেট রুটে স্নিগ্ধা আসনের ভাড়া ৮৫৭ টাকা থেকে বেড়ে এক হাজার ৯০৯ টাকা করা হয়েছে। এসি সিটের ভাড়া এক হাজার ৩০ টাকা থেকে এক হাজার ৮৭ টাকা হয়েছে। এছাড়া এসি বার্থের ভাড়া এক হাজার ৬৭৮ টাকা এবং ফাস্ট বার্থের ভাড়া এক হাজার ১৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম-জামালপুর রুটে শোভন চেয়ারের ভাড়া ৫২৫ থেকে ৫৪৫ টাকা করা হয়েছে। স্নিগ্ধা আসনের ভাড়া এক হাজার ৭ টাকা থেকে বেড়ে এক হাজার ৪১ টাকা এবং এসি সিটের ভাড়া এক হাজার ২০৮ থেকে বেড়ে এক হাজার ২৫৪ টাকা হয়েছে। এসি বার্থের ভাড়া এক হাজার ৮৫৬ টাকা থেকে বেড়ে এক হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে স্নিগ্ধা আসনের ভাড়া ৪৭৮ টাকা থেকে বেড়ে ৪৮৯ টাকা হয়েছে। পাশাপাশি এসি সিটের ভাড়া ৫৮৭ টাকা এবং এসি বার্থের ভাড়া ৯২৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে।
সাজু/নিএ
সর্বশেষ খবর