সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এক ব্যক্তি নোরাকে বহনকারী গাড়িতে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে অভিনেত্রী খানিকটা আহত হন।
ঘটনার পর সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে নোরা বলেন, ‘আমি এখনো ট্রমাটাইজড।
ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা এক ভিডিওতে দুর্ঘটনার বর্ণনা দেন নোরা। তিনি জানান, ‘একজন ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং আমার গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কাটা এতটাই তীব্র ছিল যে আমি গাড়ির ভেতরে ছিটকে পড়ি। জানালার সঙ্গে মাথায় আঘাত লাগে।
এই দুর্ঘটনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত বলেও মনে করেন নোরা। অভিনেত্রীর ভাষায়, ‘আমি বেঁচে আছি এবং এখন ভালো আছি। মাথায় আঘাত ও ফোলা ছাড়া বড় কোনো সমস্যা হয়নি—এর জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু এটা সত্যিই খুব ভয়ংকর হতে পারত।
এ কারণেই কখনোই মদ খেয়ে গাড়ি চালানো উচিত নয়। আমি শুরু থেকেই অ্যালকোহল ঘৃণা করি।’
নিজের অবস্থান স্পষ্ট করে নোরা আরো বলেন, ‘আমি কখনোই মদ পান করিনি। মাদক, গাঁজা—এ ধরনের কোনো কিছু ব্যবহার করিনি। যেসব জিনিস মানুষের সচেতনতা নষ্ট করে, সেগুলোর প্রচার তো করিই না, এমনকি আশপাশেও থাকতে চাই না।
সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি ঠিক আছি, যদিও কিছুদিন ব্যথা থাকবে। ঈশ্বরকে ধন্যবাদ, আমি বেঁচে আছি। মিথ্যে বলব না—ওটা ছিল ভীষণ ভয়ংকর, আতঙ্কজনক ও ট্রমাটিক একটা মুহূর্ত। আমি এখনো কিছুটা ট্রমাটাইজড।’

উল্লেখ্য, শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে মুম্বাইয়ে সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন নোরা ফাতেহি। মদ্যপ চালক বিনয় সাকপাল (২৭) অভিনেত্রীর গাড়িতে ধাক্কা দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দুর্ঘটনার পর চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিলেও পেশাগত দায়িত্ব পালনে পিছপা হননি নোরা। সন্ধ্যায় সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করেন তিনি। শরীরে কোনো অভ্যন্তরীণ আঘাত রয়েছে কি না তা নিশ্চিত করতে সতর্কতামূলকভাবে সিটি স্ক্যানসহ একাধিক পরীক্ষা করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
মাসুম/সাএ
সর্বশেষ খবর